শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন

শ্বশুরবাড়ি থেকে যুবদল নেতাকে আটক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

ফেনীর সোনাগাজীতে মোশারফ হোসেন (৩৮) নামের এক যুবদল নেতাকে শ্বশুরবাড়ি থেকে পিটিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মোশারফ হোসেন সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী এলাকার বাসিন্দা। সে উপজেলা যুবদলের সদস্য।
আওয়ামী লীগ নেতাদের দাবি, গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশে পুলিশের ওপর হামলার ঘটনায় মোশারফ হোসেন জড়িত। ঘটনার দিনের বিভিন্ন ফুটেজে পুলিশ হত্যা মামলার অন্যতম আসামি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলামের সঙ্গে তাকে দেখা গেছে।
মঙ্গলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাদল বলেন, মোশারফ বিএনপির সমাবেশে নাশকতা করে দুইদিন আগে মঙ্গলকান্দি এলাকায় শ্বশুরবাড়িতে আশ্রয় নেয়। রোববার তাকে ওই বাড়ি থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বলেন, স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com