মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন

যে কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ বোলার ব্যবহার করেছে ভারত

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

বিশ্বকাপ নিশ্চিত হয়েছিল আগেই। নেদারল্যান্ডসের বিপক্ষে ভারতের বিশ্বকাপ ম্যাচটি ছিল স্রেফ নিয়মরক্ষার। সেমিফাইনালের প্রস্তুতি সারার এই ম্যাচে ডাচদের পাহাড়সম টার্গেট দিয়ে বোলিংয়ে ৯ জনকে ব্যবহার করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। নিজেও হাত ঘুরান। ম্যাচ শেষে ৯ বোলার ব্যবহারের রহস্য উন্মোচন করেন রোহিত। গত রোববার বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে নেদাল্যান্ডসকে ৪১১ রানের টার্গেট দিয়ে ১৬০ রানের জয় তুলে নেয় ভারত। ২৫০ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। অরেঞ্জিদের ইনিংসে ভারতের শ্রেয়াস আইয়ার এবং কিপার কেএল রাহুল বাদে সবাই বল করেন। নিয়মিত ৫ বোলারদের সঙ্গে বল করেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা এবং শুভমন গিল। ৩ ওভারে ১৩ রানের খরচায় ১ উইকেট নেন কোহলি। ৫ বল করে ৭ রান দিয়ে ১ উইকেট পান রোহিত। গিল ২ ওভারে ১১ রান দেন। সূর্যকুমার ২ ওভারে দেন ১৭ রান।
বাংলাদেশের বিপক্ষে অ্যাঙ্কেলের ইনজুরিতে পড়েন হার্দিক পান্ডিয়া। এরপর থেকেই পাঁচজন বোলার নিয়ে খেলতে হচ্ছে ভারতের। ষষ্ঠ বোলারের ঘাটতি পূরণের জন্যই নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ বোলার ব্যবহার করে নিজেদের যাচাই করে নেন রোহিত শর্মা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘যখন আপনার হাতে পাঁচজন বোলার, তখন (ষষ্ঠ বোলারের) ঘাটতি পূরণের চিন্তা আসবে মাথায়।’
রোহিত শর্মা বলেন, ‘আজ (রোববার) আমরা ৯ বোলার ব্যবহার করেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা কিছু বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছি। বোলিং ইউনিট হিসেবে আমরা ভিন্ন কিছু করতে চেয়েছি। দেখতে চেয়েছি এই পরীক্ষার মাধ্যমে আমরা কী কী করতে পারি।’
বিশ্বকাপের রাউন্ড রবিন লীগ পর্বে সবকটি ম্যাচ জিতেছে ভারত। স্কাই ব্লুদের এমন অজেয় পারফরম্যান্সের রহস্য কী? রোহিত শর্মা বলেন, ‘যখন টুর্নামেন্টটা শুরু করি, আমরা প্রত্যেক খেলার আগে শুধু সেই ম্যাচেই নজর দিয়েছি। আমরা কখনো খুব বেশি দূরে দেখার চেষ্টা করিনি। এটা দীর্ঘ একটা টুর্নামেন্ট। পরিকল্পনা মতো এগোতে পারলে ১১টা ম্যাচ খেলতে পারব আমরা।’
রোহিত শর্মা বলেন, ‘আমরা একেকটি ম্যাচে মনোযোগ দিয়েছি। ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলতে হয়েছে আমাদের। পরিকল্পনামাফিক খেলেছি আমরা… এটাই (সাফল্যের রহস্য)। এই (লীগ পর্বের) ৯ ম্যাচের পারফরম্যান্স নিয়ে খুবই সন্তুষ্ট আমরা।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com