রবিবার, ১৯ মে ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন

ফটিকছড়িতে শ্রেষ্ঠ সমাজ সেবক নির্বাচিত হলেন জামাল উদ্দিন সিকদার

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম :
  • আপডেট সময় বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

জাতীয় যুব দিবসে ফটিকছড়ি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও উপজেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও সফল আত্মকর্মীদের মাঝে সম্মাননা দেয়া হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। অনুষ্ঠানে ফটিকছড়িতে সমাজ সেবায় বিশেষ অবদান, সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও শিক্ষা খাতে অবদানসহ সমাজের উন্নয়নে নিরলস ভুমিকা রাখায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যলয় হতে সম্মাননা স্বরুপ শ্রেষ্ঠ সমাজসেবক হিসেবে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর প্রেসিডেন্ট মোঃ জামাল উদ্দীন সিকদারকে সম্মানিত করা হয়। মাষ্টার মোঃ নাছির উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা। যুব উন্নয়ন কর্মকর্তা তানভির ছিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় উদ্বোধক ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক প্রজেষ কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এড. ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের সহকারি পরিচালক আব্দুল হান্নান আলম প্রমুখ। উল্লেখ্য, জামাল সিকদার ফটিকছড়ির বিভিন্ন, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা, গির্জা -মন্দিরসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখে মনবতার সেবায় বিশেষ অবদান রেখে আসছেন। এর প্রেক্ষিতে উপজেলা যুব উন্নয়নে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com