বুধবার, ১৫ মে ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন

বরিশালে ঢিলেঢালাভাবে হরতাল পালিত

বরিশাল প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

অভিলম্বে ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ কর, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নিবচন, একতরফা নির্বাচন নয় ও একতরফা নির্বাচনের গণবিরোধী তফশিল ঘোষনার প্রতিবাদে বরিশালে বাম গণতান্ত্রিক জোটের আহবানে অর্ধবেলা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হলেও এতে জন জীবনে কোন প্রভাব পড়েনি। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত বাম গণতান্ত্রিক জোটের নেতারা হাসপাতাল রোড,সদররোড, কাকলীমোড় ও ফজলুল হক এ্যাভিনিয় সড়কে খন্ড ভন্ড মিছিলে পিকেটিং করা সহ অভ্যন্তরীন সড়কে যানবাহন চলাচলে বাধা প্রদান করার চেষ্টা করেও এক প্রর্যায়ে পুলিশের হস্তক্ষেপে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করে। অন্যদিকে নগরীর কেন্দ্রীয় নতুল্লাবাদ ও রুপাতলী বাস স্টেশন থেকে যথারিতি ভাবে যাত্রীবাহি বাস চলাচল করা সহ আদালত পাড়া ও বিভিন্ন সরকারী অফিসে কাজকর্ম স্বাভাবিক ছিল। অন্যদিকে হরতালের পিকেটিংয়ের সময় বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের সময় ১৪ বছরে ১৩ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এসময় শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে এদেশে কোন অবাধ সুষ্ট নির্বাচন হতে পারে তা কোন জনহণ বিশ্বাস করে না। আগামী ৭ই জানুয়ারী আমরা শেখ হাসিনাকে একতরফা নির্বাচন করতে দেব না। আমরা অভিলম্বে দেশের শান্তির স্বার্থে এই তফসিল ও নির্বাচন বাতিল করা না হলে আরে কঠিন কর্মসূচি দেওয়া হবে। বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সদস্য সচিব অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে পিকেটিংয়ে আরো বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিম, বাসদ বরিশাল জেলা শাখা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী,সমাতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নেতা দুলাল মল্লিক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা বিজন সরকার। বাম গণতান্ত্রিক জোটের হরতাল সহ প্রধান বিরোধী দল বিএনপির পঞ্চম প্রর্যায়ে ডাকা ৪৮ ঘন্টা অবরোধের দ্বীতিয় দিনের কর্মসূচি উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে আমর্সধারী পুলিশ সহ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com