মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

এনআইডি সার্ভার বন্ধ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

উন্নয়ন কাজের জন্য জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন সার্ভার শনিবার বিকেল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে। শুক্রবার এ তথ্য জানিয়েছেন এনআইডি শাখার সিস্টেম এনালিস্ট মামুনুর হোসেন।
তিনি জানান, নির্বাচন কমিশন সচিবালয়ের আইসিটি অনুবিভাগের আওতায় ১০ম তলায় অবস্থিত সার্ভার কক্ষ আদর্শমানকরণের কাজ সম্পন্ন হয়েছে। অস্থায়ী কক্ষ থেকে স্থানান্তরের কাজ চলাকালীন সার্ভার, র‌্যাক, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সব ইকুইপমেন্ট মূল সার্ভার কক্ষে স্থানান্তর করার জন্য সার্ভার/নেটওয়ার্ক সংক্রান্ত সার্ভিসসমূহ আগামী শনিবার বিকেল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে।
নির্বাচন কমিশন থেকে এনআইডি যাচাই সংক্রান্ত সেবা নেয় ১৭৫টির মতো প্রতিষ্ঠান। এদের মধ্যে ব্যাংক, বিমা, মোবাইল অপারেটর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে। এসব প্রতিষ্ঠান ও সংস্থা এনআইডি যাচাইয়ের সেবা পাবে না শনিবার বিকেল পর্যন্ত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com