মানুষ মানুষের জন্য, আপনার একটু মানবিক সহায়তায় বেঁচে যেতে পারে একটি প্রাণ। সাত বছর বয়সী মুশফিকুর রহমান। হৃদপিন্ডে ছিদ্র হয়ে মৃত্যুর কোলে ধুকেধুকে মরছে। মুশফিকুর রহমান চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের তেগুরিয়া গ্রামের নিরীহ অটোচালক এমরান হোসেনের ছেলে এবং উপজেলার চাংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র। ২০১৮ সালে মুশফিকুর রহমান এর হৃদপিন্ডে ছিদ্র ধরা পড়ে। সে থেকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও কোনো উন্নত না হয়ায় বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকগনরা হৃদপিন্ডে অপারেশনের কথা জানানন কিন্তু মুশফিকুর রহমান এর বাবা এমরান হোসেন পেশায় একজন অটোচালক হওয়ায় তার একমাত্র ছেলের চিকিৎসার ব্যয়ভার বহন করতে হিমসিম খেতে হচ্ছে। অসুস্থ মুশফিকুর রহমান এর বাবা এমরান হোসেন আমাদের এ প্রতিনিধিকে জানান, আমি আমার একমাত্র অসুস্থ ছেলেকে নিয়ে অসহায় অবস্থায় আছি। গ্রাম ও এলাকাবাসির সহযোগিতায় শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ছেলেকে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসায় প্রতিমাসে ১৫ থেকে ২০ হাজার টাকার ওষুধ লাগে এবং অপারেশন করতে প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন। আমার পক্ষে এতো টাকা যোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। তাই আমার শিশু সন্তানের ভবিষ্যতের জন্য এবং তাকে বাচাঁতে মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখহাসিনা সহ সরকারি সাহায্যের পাশা পাশি ধর্নাঢ্য ব্যক্তিদের সাহায্য ও সহযোগিতা কামনা করছে। কেউ শিশু মুশফিকুর রহমান এর চিকিৎসা সহযোগিতায় এগিয়ে আসতে চাইলে তার বাবা বিকাশ (পার্সোনাল) নং- ০১৮২২-৯০৩-১১৩ এ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করছেন তার অসহায় পরিবার।