সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষে রবিবার জামালপুর জেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোক্তার হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার এমাদুল হক, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও জেলা এনজিও সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, ওয়ার্ল্ড ভিশনের জেসমিন প্রকল্পের ব্যবস্থাপক অসিম চ্যাটার্জি, জামালপুর এপির এরিয়া ম্যানেজার সাগর ডি কস্তা, ইএসডিওর গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ব্যবস্থাপক মাহফুজা মিলি প্রমুখ। সভায় জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লরেন্স লিটুস চিরান, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্সসহ অর্ধশতাধীক এনজিও প্রতিনিধি অংশ নেন। সভায় ওয়ার্ল্ড ভিশন তাদের কার্যক্রম পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন। প্রতিমাসে একটি করে এনজিওর কার্যক্রম স্ববিস্তারে বর্ণনা করা হবে বলে সভাসূত্র জানায়। সভায় জেলা প্রশাসক মো. শফিউর রহমান বলেন স্মার্ট বাংলাদেশ বির্নিমানে এনজিওদের ভূমিকা রাখার সুযোগ আছে। তিনি বলেন ক্ষুদ্র ঋণের নামে যেনো কোন মানুষ নিঃশ্ব না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি ভূয়া এনজিওদের ব্যপারে তথ্য দেয়ার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। জেলায় এনজিওদের কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসনের সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দেন।