গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় ২৩শ ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্ত কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ ফারজানা তাসলিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক, রুহিদ হাসান, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আখতারুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাছান আলী, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। জানা গেছে, ২ হাজার ৩০০ জন ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের প্রতি জনকে ৫ কেজি করে ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।