মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
দৃষ্টিনন্দন নতুন সড়কে বদলে যাবে ফরিদগঞ্জ চান্দ্রা-সেকদি-টুবগি এলাকার সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে দক্ষ জনশক্তি গঠনের আলোকে সেলাই প্রশিক্ষণ উদ্বোধন নগরকান্দা ও সালথায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন আজ রাউজানে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা রাঙ্গামাটিতে ইউপিডিএফ’র ডাকা আধাবেলা অবরোধ পালিত শেরপুরে কলেজ শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা সোনাগাজীতে স্কুল ভবন নির্মাণে বাধার অভিযোগে মানববন্ধন চট্টগ্রামে চুয়েটের সাথে তিনটি সংস্থার সমঝোতা স্মারক স্বাক্ষর ভোটার উপস্থিতি নিয়ে কমিশন ভাবছে না: ইসি আলমগীর বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

রাজাপুর প্রেসক্লাবের উদ্যোগে পাকহানাদার মুক্ত দিবস পালিত

মতিউর মামুন রাজাপুর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা হানাদারমুক্ত দিবস বুধবার (২৩ নভেম্বর)। ১৯৭১ সালের এই দিনে ৯ নম্বর সেক্টরের মধ্যে এ জনপদে প্রথম স্বাধীনতার পতাকা ওড়ে। বরিশাল অঞ্চলে সর্বপ্রথম শত্রুমুক্ত হয় রাজাপুর। জেলার রাজাপুর উপজেলাটি তৎকালীন বরিশাল অঞ্চলের একটি প্রশাসনিক থানা ছিল। রাজাপুর হানাদারমুক্ত হওয়ার আগের দিন রাজাকার ও পুলিশের সঙ্গে মুক্তিযোদ্ধাদের রাতভর যুদ্ধ হয়। যুদ্ধে পাকদোসররা পরাজিত হয়। যুদ্ধে শহীদ হন চার মুক্তিযোদ্ধা। দুজন ঘটনাস্থলেই আর ওপর দুজন আহত হয়ে হাসপাতালে শাহাদৎবরণ করেন। ২০ জনেরও বেশি মুক্তিযোদ্ধা আহত হন সেদিন। প্রায় ৩০০ মুক্তিযোদ্ধা যুদ্ধে অংশগ্রহণ করেন। বীর-উত্তম শাহজাহান ওমর সে যুদ্ধে নেতৃত্ব দেন। দিনটিতে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্য রাজাপুর প্রেস ক্লাব প্রতি বছর বিভিন্ন বিদ্যালয়ে ‘গল্পে গল্পে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ’ ব্যানারে অনুষ্ঠানের আয়োজন করে। প্রতি বছরের ন্যায় এ বছরও বুধবার (২৩ নভেম্বর) দুপুর ১২:৪৫ মিনিটে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে গল্পে গল্পে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়। রাজাপুর প্রেস ক্লাব সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহ-আলম নান্নু বলেন, ‘ভোর ৪টায় আমরা মুক্তিযোদ্ধারা একযোগে চারদিক থেকে রাজাপুর থানা আক্রমণ করি। দীর্ঘ পাঁচ ঘণ্টা যুদ্ধ চলার পর পাক পুলিশ ও রাজাকার আত্মসমর্পণ করে। রাজাপুরের আকাশে ওড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা। এ যুদ্ধে আমরা প্রায় ৩০০ মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করি।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com