সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন

নারী ফুটবল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ১ ও ৪ ডিসেম্বর

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

বাংলাদেশের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বুধবার রাতে ঢাকায় আসছে সিঙ্গাপুর নারী ফুটবল দল। ১ ও ৪ ডিসেম্বর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে হবে ম্যাচ দুটি। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমসের পর মাঠে নামছেন সাবিনা-কৃষ্ণারা। কয়েক মাস আগেও সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলা ঠিকঠাক হয়েছিল বাংলাদেশের। কিন্তু শেষ মুহূর্তে সিঙ্গাপুর খেলতে অপারগতা প্রকাশ করলে সফর বাতিল করতে হয় বাফুফেকে।
এশিয়ান গেমসের পর অক্টোবরের শেষ সপ্তাহে লেবানন গিয়ে দুটি ম্যাচ খেলার কথা ছিল সাবিনাদের। ওই সফরও বাতিল করতে হয় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সংকটের কারণে। বাফুফে লেবাননকে ঢাকা এসে ম্যাচ খেলার প্রস্তাব দিলেও তারা রাজী না হয়ে ম্যাচ দুটি খেলা থেকে বঞ্চিত হয় মেয়েরা।
অবশেষ সিঙ্গাপুর রাজি হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দল দুটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। সোমবার রাতে ঢাকায় এসে সিঙ্গাপুর উঠবে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল। তবে বাংলাদেশ নারী ফুটবল দলের এবার পাঁচ তারকা হোটেলে থাকার সুযোগ হচ্ছে না। তারা বাফুফে ভবনের ক্যাম্পে থেকেই ম্যাচ দুটি খেলবে। গত জুলাইয়ে নেপাল দুই ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল। বাংলাদেশের মেয়েদের দাবির প্রেক্ষিতে তখন নেপালের সঙ্গে তাদেরও হোটেল উঠিয়েছিল বাফুফে। বেতন বৃদ্ধির পর এবার মেয়েদের এখন আর কোনো দাবি-দাওয়া নেই। তাই তাদের বাফুফে ভবনে থেকেই আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com