শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
ডিইউজে’র সাংগঠনিক সম্পাদক সাঈদ খানকে গ্রেফতার:বিএফইউজে ও ডিইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ আহতরা যেই দলেরই হোক চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী ঢালাওভাবে মামলা-গ্রেপ্তার বন্ধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি সুজনের নিরীহ মানুষ হত্যাকারী রাষ্ট্রীয় সম্পদ ও স্থাপনার নিরাপত্তা  দিতে ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার কোন  অধিকার নেই: মির্জা ফখরুল ছাত্র-জনতার খুনের দায়ে সরকারকে পদত্যাগ করতে হবে: বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ জনরোষ থেকে বাঁচাতে সরকার জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও বিরোধীদলের ওপর দোষ চাপানোর অপচেষ্টা চালাচ্ছে: মাওলানা এটিএম মা’ছুম কোটা আন্দোলনকারীদের ওপর হামলায় যুক্তরাষ্ট্র নিন্দা:ম্যাথিউ মিলার পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করার জন্য প্রধানমন্ত্রীর আহবান ব্লাকবেঙ্গল জাতের ছাগল মেহেরপুরের দরিদ্র জনগোষ্ঠীর আয়ের অন্যতম উৎস দিনাজপুর হাবিপ্রবিতে সাপ নিয়ে গবেষণায় সফল শিক্ষার্থী কামরুন নাহার কনা

যশোরে মার্কেট নির্মাণে প্রবাসীর নিকট ইমোতে চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার-১

আবুল বাশার যশোর
  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

যশোরের নতুনহাট বাজারে মার্কেট নির্মাণে প্রবাসীর মোবাইলের ইমুতে ৫ লাখ টাকা চাঁদাবাজী ঘটনায় এক চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা। আটককৃত চাঁদাবাজ-আলামিন সরদার গোলাপ(২৯) সে যশোরের কোতয়ালী থানাধীন সুজালপুর জামতলা গ্রামের মকবুল সরদারের ছেলে। সাং-সুজালপুর জামতলা, থানা-কোতয়ালী, জেলা-যশোর। যশোরের কোতয়ালী ধানাধীন তেঘরিয়া গ্রামের আঃ মালেকের ছেলেজনৈক মেহেদী হাসান(৪০) থানায় লিখিতবাবে জানান যে, তার মামা সাইদ হোসেন মালয়েশিয়া প্রবাসী। তার মামী তেঘরিয়া নতুনহাট বাজারে মার্কেট নির্মান করাকালীন (২১ নভেম্বর) রাত সাড়ে ১১টার সময় জনৈক চাঁদাবাজ আলামিন সরদার গোলাপ তার ব্যবহৃত এড়ষধঢ় ঝড়ৎফধৎ নামের ইমো আইডি হতে তার মামা মালয়েশিয়া প্রবাসী সাইদ হোসেনকে কল দিয়ে মার্কেট নির্মান করতে হলে তাকে ৫ লাখ টাকা দিতে হবে মর্মে চাঁদা দাবি করে। পরবর্তীতে পুনরায় ২২ নভেম্বর রাত অনুমান ১১টার সময় বাদীর মোবাইল নম্বরে অজ্ঞাত মোবাইল নম্বর হতে চাঁদা দাবীপূর্বক খুন জখমের হুমকী প্রদান করে। এ সংক্রান্ত কোতয়ালী মডেল থানার মামলা নং-৭৬, তাং-২৬/১১/২৩ খ্রিঃ, ধারা-৩৮৫/৫০৬ পেনাল কোড রুজু হয়। মামলাটি উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার এসআই খান মাইদুল ইসলাম রাজিব তদন্ত করছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত আসামী সনাক্ত করেন এবং অবস্থান নিশ্চিত করে সোমবার (২৭ নভেম্বর) সকাল ৯টার সময় কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনায় জড়িত আসামী আলামিন সরদার গোলাপ(২৯)কে কোতয়ালী মডেল থানাধীন পুলেরহাট হতে গ্রেফতার করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com