প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল বৃহস্পতিবার এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, মহান মুক্তিযুদ্ধে এবং স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।