মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন

গলাচিপায় মহান বিজয় দিবসের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা সভা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

মহান ১৬ই ডিসেম্বর বিজয় দিবস ও ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। যথাযথ শ্রদ্ধাভরে ১৪-১৬ ই ডিসেম্বর /২৩ উদযাপন ও বাস্তবায়নের লক্ষ্যে গতকাল রোববার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন শাহ। বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মোকাম্মেল হোসেন, উপজপলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, কৃষি অফিসার আরজু আক্তার, সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস সালমা ওয়াহিদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন তালুকদার, প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গন, প্রতিষ্ঠান প্রধান গন সহ সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ গ্রহন করেন। পরে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় ধানকাটা মৌসুমে জোরদারদের ধান লুট, চুরি ও নির্বাচন বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com