কুষ্টিয়া জেলা কারাগারে বন্দিদের মাঝে মানসম্মত খাবার ও শৃঙ্খলা অক্ষুন্ন রাখতে চাই নবনিযুক্ত জেল সুপার আঃ বারেক। তিনি কুষ্টিয়া জেলা কারাগারে যোগদান করেই সর্ব প্রথম বন্দিদের সরকারি নীতি মালা অনুযায়ী মানসম্মত খাবার ঠিকমতো দেওয়া হয় কিনা সেগুলোর খোঁজ খবর নেন। শুধু তাই নয় কারাগারের মধ্যে পরিষ্কার-পরি”ছন্নতা রাখার জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এ প্রসঙ্গে জেল সুপার আঃ বারেক বলেন, বন্দিদের সাথে ভালো আচরণের পাশাপাশি তাদের জন্য বরাদ্দকৃত খাবার সরকারি নীতিমালা অনুযায়ী বন্টন করাই আমার দায়িত্ব।এছাড়াও কোন বন্দিদের মধ্যে অসু¯’্য হলে তাৎক্ষণিক কারাগারের মধ্যে থাকা কারা হাসপাতালে চিকিৎসার ব্যব¯’া করা হয়।সদ্যজামিন প্রাপ্ত কয়েক জনের সাথে কথা বলে জানা যায়, বর্তমানে কুষ্টিয়া জেলখানার সার্বিক পরি¯ি’তি অনেক ভালো। খাবারের মান অনেক উন্নতি। তবে জেলার আবু মুছা স্যারের ব্যাবহার অনেক ভালো।তবে একথা সত্য যে, জেলা কারাগারের ৩৩তম জেলার আবু মুছা বন্দিদের সাথে সব সময় ভালো আচরণ করে থাকেন। শুধু তাই নয় সরকরি নীতি মালা অনুযায়ী খাবার দেওয়া হ”েছ কিনা তা যাচাই -বাছাই করেন।তিনি বলেন,এই জেলা কারাগারে বন্দিদের যতটুকু প্রাপ্ত ততটুকু সবাইকে দেওয়া হয়। পরিশেষে জেল সুপার আঃ বারেক বলেন,সরকারি নীতিমালা অনুযায়ী যার যার উপর অর্পিত দায়িত্ব আছে তা সঠিকভাবে পালন করতে হবে। জেলা কারাগারের শৃঙ্খলা আরো উন্নয়নের লক্ষ্যে আন্তরিক পদক্ষেপ গ্রহণ করেছেন জেল সুপার। কুষ্টিয়া জেলা কারাগারের সার্বিক পরিবেশ পরি¯ি’তি দেখে বন্দিদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।