ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এল.ডি.ডি.পি.)এর আওতায় প্রডিউসার গ্রুপ (পিজি)এর সদস্যদের নিয়ে একদিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলার খামারমুন্দিয়া গ্রামের পশ্চিম পাড়ায় এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত পৌর এলাকার বলিদাপাড়া ও রায়গ্রাম ইউনিয়নের খামারমুন্দিয়া গ্রামের দুইটি মুরগী উৎপাদনকারী দলের(পিজি) মোট ৬০ জন সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এসব সদস্যদেরকে এবার লেয়ার মুরগী উৎপাদন ও ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ সম্প্রসারণ অফিসার ডাক্তার শারমিন আক্তার, সার্ভিস প্রোভাইটার এস এম মেহেদী হাসান ও ফিল্ড এসিসটেন্ট মনিরুল ইসলাম।প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থী প্রত্যেক সদস্যদের মাঝে কাগজ, কলম, হাডবোর্ড, নাস্তা, দুপুরের খাবার ও যাতায়াতের জন্য ভাতা প্রদান করা হয়।