বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মূসা বলেন, মানুষের দারিদ্র্য বিমোচন আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। গতকাল শনিবার রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরখান পশ্চিম থানা আয়োজিত দারিদ্র বিমোচন, বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থসহ বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
থানা আমির আবু সাকলাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মো: জামাল উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণখান পশ্চিম থানা সেক্রেটারি অধ্যাপক নিজাম উদ্দীন ও থানা দফতর সম্পাদক আব্দুর রহমান প্রমূখ।
আব্দুর রহমান মূসা বলেন, জামায়াত একটি গণমুখী, আদর্শবাদী ও গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। তাই আমরা অসহায় মানুষের দারিদ্র বিমোচন, বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দেশের মানুষের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য একটি জনকল্যাণমুখী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা অপরিহার্য। একটি জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে জামায়াতে ইসলামী হাজারো জুলুম-নির্যাতন মোকাবেলা করে গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলন করে যাচ্ছে। আমাদের আজকের এই ক্ষুদ্র সহযোগিতা আপনাদেরকে উৎসাহিত ও প্রেরণা যোগাবে বলে আশা করি। আর আপনাদের যেকোনো সমস্যার কথা আমাদেরকে নিঃসংকোচে জানালে আমরা তা সাধ্যমত সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।-প্রেস বিজ্ঞপ্তি