সোমবার, ২০ মে ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন

ড্র হওয়া সিরিজে সেরা স্বর্ণা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

বাংলাদেশকে উড়িয়ে শেষ ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকরা বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে । তাতে সিরিজ ড্র হয়েছে ১-১ ব্যবধানে। বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি জিতেছিল ১৩ রানে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফল আসেনি।
শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে হারায় দুর্দান্ত ক্রিকেটে। ড্র হওয়া সিরিজে সেরা হয়েছেন বাংলাদেশের স্পিনার স্বর্ণ আক্তার। প্রথম ম্যাচে ২৩ রানে ৫ উইকেট পেয়েছিলেন এই লেগ স্পিনার। প্রথম ম্যাচে বাংলাদেশ দাপুটে জয় পেলেও শেষ ম্যাচে শুক্রবার নিজেদের মেলে ধরতে পারেননি।
কিম্বারলিতে টস হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ নারী ক্রিকেট দল ৬ উইকেটে মাত্র ৯৪ রান সংগ্রহ করে। ব্যাটিং ব্যর্থতায় বড় পুঁজি না পাওয়ায় বোলাররাও পারেননি লড়াই করতে। স্বাগতিকরা ১৫.২ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে। ব্যাটিংয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন লতা মন্ডল। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান পারেননি রান করতে। মুর্শিদা ২, শামীমা ৮ ও সোবহানা শূন্য রানে ড্রেসিংরুমে ফেরেন। চারে নেমে লতার একার লড়াইয়ে বাংলাদেশ মাঝারিমানের পুঁজি পায়। শেষ দিকে স্বর্ণার ২৩ রান দলের সংগ্রহ বাড়ায়। দক্ষিণ আফ্রিকার নারী দলের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন মাসাবাটা ক্লাশ ও উইন্ডা হুলবি। লক্ষ্য তাড়ায় অধিনায়ক লওরা উলভারট দায়িত্ব নিয়ে ইনিংস লম্বা করেন। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ৪৯ বলে ৪৯ রানের ইনিংস সাজান ৫ বাউন্ডারিতে। এছাড়া সুনে লুস ১৫, টাসমিন ব্রিটস ১৭ রান করেন। বাংলাদেশের হয়ে বল হাতে ১টি করে উইকেট নেন মারুফা আক্তার ও শরিফা খাতুন। তিন টি-টোয়েন্টির পর দুই দল এখন ওয়ানডেতে মাঠে নামবে। প্রথম ওয়ানডে ইষ্ট লন্ডনে অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর। মাঠে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিগার সুলতানা জ্যোতিরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com