সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন

ব্যারিস্টার মইনুল হোসেনের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ইংরেজি দৈনিক নিউ নেশনের প্রকাশক ব্যারিস্টার মইনুল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার রাজধানীর আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। ব্যারিস্টার মইনুল হোসেনের ব্যক্তিগত সহকারী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বেলা আড়াইটার দিকে সুপ্রিমকোর্ট বারের মাঠে তার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মইনুল হোসেনের মরদেহে সুপ্রিমকোর্ট বারসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া ব্যারিস্টার মইনুল হোসেনের সম্মানে রবিবার বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত বিচারকাজ বন্ধ রাখা হয়। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চ এ সিদ্ধান্ত নেন। দ্য নিউনেশন অফিস প্রাঙ্গনে তৃতীয় জানাযা অনুষ্ঠিত হয়। তৃতীয় জানাযা শেষে আজিমপুর কবরস্থানে তার বাবা মায়ের পাশে তাকে দাফন করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় বারিধারা জামে মসজিদে তার প্রথম জানাজা হয়। গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন মারা যান।
ব্যারিস্টার মইনুলের সম্মানে অর্ধবেলা সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেনের মৃত্যুতে অর্ধবেলা আপিল বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে। তার সম্মানে গতকাল রোববার বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত বিচারকাজ বন্ধ রাখা হবে। রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চ এ সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার মইনুল হোসেন মারা যান। ক্যান্সারে আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। গত কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com