শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে পেঁয়াজের মূল্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণ ও ক্রয়ক্ষমতার মধ্যে রাখার স্বার্থে অভিযান চালিয়ে ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) জগন্নাথপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক আল-আমিনের নেতৃত্বে থানার এসআই সাইফ উদ্দিনসহ একদল পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসা-প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জানাগেছে, ক্রেতারদের নিকট থেকে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় জগন্নাথপুর বাজারের হাবিব ভেরাইটিজ ষ্টোরকে নগদ ২০ হাজার টাকা ও লাভলী ষ্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণ ও ক্রয়ক্ষমতার মধ্যে রাখার স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com