রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ পূর্বাহ্ন

বরিশালে বিএনপিসহ অঙ্গ সংগঠনের কর্মসূচিতে পুলিশের বাধা, লাঠিচার্জ

শামীম আহমেদ বরিশাল
  • আপডেট সময় রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জতিক মানবাধিকার দিবস উপলক্ষে বরিশালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম,বরিশাল দক্ষিণ জেলা বিএনপি ও বরিশাল উত্তর জেলা বিএনপির নেতা কর্মীদের উপর তিনদফা বাধা প্রদান, ধাওয়া ও লাঠিচার্জের মাধ্যমে বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মসূচি পন্ড করে দিয়েছে কোতয়ালী মডেল থানা পুলিশ। রবিবার (১০) ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সকাল ১১টার দিকে সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ ও বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সহ সভাপতি এ্যাড. গোলাম মুহাম্মদ চৌধুরী আলালের নেতৃত্বে বরিশাল জেলার মেহিন্দিগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল কুল ইসলাম লাবু সহ ১০/১২ জন নেতা কর্মী ২৯ই অক্টোবরের পর এই প্রথম সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে এসে দাড়ালে কোতয়ালী মডেল থানা পুলিশ তাদেরকে না দাড়াবার জন্য নির্দেশ প্রদান করে। পরবর্তীতে উক্ত নেতাকর্মীরা দলীয় কার্যলয়ের সিঁড়িতে অবস্থান নিলে সেখান থেকে পুলিশ তাদের বেড় করে দেয় এসময় নেতা কর্মীরা দলীয় কার্যলয় ত্যাগ করার সময় দলীয় শ্লোগান দিয়ে রাস্তায় মিছিল করার চেষ্টা করলে পুলিশ পিছন থেকে প্রথমে ধাওয়া ও পরে মৃদ লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এর পরপরই বরিশাল আদালত প্রাঙ্গন থেকে বরিশাল জাতীয়তাবাদী অইনজীবী ফোরাম এক মিছিল নিয়ে সদররোড অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে আসার পূর্বেই পুলিশ তাদের বাধা প্রদান করে। এক প্রর্যায়ে পুলিশের সাথে আইনজীবী সাথে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কির হলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ধাওয়া দিলে আইনজীবী মিছিল ছত্রভঙ্গ করে দেয় এসময় পুলিশের লাঠিলার্জে মহিলা আইনজীবী সহ বেশ কয়েকজন আইনজীবী পুলিশের লাঠি চার্জে আহত হয় বলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এ্যাড.আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন আমাদের শান্তি প্রিয় মিছিল আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আমাদের নির্ধারিত কর্মসূচি পালন করার জন্য সদররোডে আসার পূর্বে পুলিশ বে আইনীভাবে আমাদের বাধা প্রদান করে ব্যানার ছিনিয়ে নেয়া সহ লাঠিচার্জ করে আবারো সরকার পুলিশ দিয়ে আমাদের মানবতার অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিস্ট সরকারের পরিচয় দিয়েছে। এছাড়া বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও জেলার বাখেরগঞ্জের বেশ কয়েকজন মহিলা নেত্রী সহ জেলার বিএনপির বিভিন্ন ওয়ার্ড প্রর্যায়ের সদস্যরা সদররোডস্থ টপটেন শো-রুমের সম্মুখে দাড়িয়ে অবস্থান নিলে এস.আই আরাফাত তাদের সেথান থেকে সরে যেতে বলে এক প্রর্যায়ে মহিলা নেত্রীবৃন্দ পুলিশের কথা কর্নপাত না করে দাড়িয়ে থাকলে এক প্রর্যয়ে মহিলা পুলিশ তলব করে তাদের সরে যাওয়ার জন্য ঢাল দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা ব্যার্থ হলে মৃদ লাঠিচার্জ করে ছত্র ভঙ্গ করে দিয়ে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আন্তর্জাতিক মানবাধিকার দিবসের কর্মসূচি পন্ড করে দেয়। সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ বলেন, আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করতে দলীয় কার্যলয়ে আসলে পুলিশ তাদেরকে শেখ হাসিনার পেটুয়া বাহিনী তাদেরকে দাড়াতে দেয়নি এমনকি অঅমাদের দলীয় কার্যলয়ে বসতে না দিয়ে বেড় করে দেয়। এর পূর্বে সকাল থেকে অশ্বিনী কুমার টাউনহল, মহিলা কলেজ গলি,ফকিরবাড়ি গলি ও গ্রিজ্জামহল্লা সড়কের মুখে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। এব্যাপারে কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ গণমাধ্যমকে বলেন আজকে কোন বিএনপি সহ বিরোধীদলের কর্মসূচি পালনের ক্ষেত্রে উপর মহলের নির্দেশ না থাকায় আমরা তাদেরকে কোন কর্মসূচি পালন না করার জন্য অনুরোধ করে সরিয়ে দিয়েছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com