রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন

মানুষের ভাগ্যেন্নয়নে কাজ করে যাচ্ছি, নিরপেক্ষ নির্বাচন হলে বিজয় নিশ্চিত-মাওঃ শাহীনূর পাশা চৌধুরী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের তৃনমূল বিএনপির প্রার্থী সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেছেন, আমি বিগত চার দশক থেকে এলাকার মানুষের ভাগ্যেন্নয়নে কাজ করে যাচ্ছি। নিরপেক্ষ নির্বাচন হলে বিজয় নিশ্চিত, কেউ আমার বিজয় টেকাতে পারবেনা। শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে জগন্নাথপুর উপজেলার বৃহত্তর পাটলী গ্রামবাসীর আয়োজনে পাটলী গ্রামে আয়োজিত সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনের ওয়ার্ড প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বৃহত্তর পাটলী গ্রামের প্রবীণ মুরব্বী আলহাজ্ব আব্দুল গফ্ফার চৌধুরীর সভাপতিত্বে, মাওলানা মতিউর রহমান ও মাওলানা ফয়েজ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল হাফিজ, বর্তমান সহ- সভাপতি মাওলানা ফজল আহমদ, সাধারন সম্পাদক মাওলানা মুতিউর রহমান, জমিয়ত নেতা মাওলানা আব্দুল্লাহ গাজী নগরী, মাওলানা আব্দুর রহমান জুয়েল, শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত নেতা মাওলানা বদরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা জমিয়ত নেতা মাওলানা হাসমত উল্লাহ খান, মাওলানা সৈয়দ আব্দুর রহমান জুয়েল, জমিয়ত নেতা এরশাদ খান আল হাবিব, মাওলানা মাহিদুল ইসলাম, মাওলানা কাওছার আহমদ, মাওলানা আবু তাহের, মাওলানা ফখর উদ্দিন প্রমূখ। এসময় সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী আরো বলেন, আমি জগন্নাথপুরের সন্তান হিসেবে আপনাদের ভালবাসা পেয়ে আমি মুগ্ধ হয়েছি। ২০০৫ সালের উপ- নির্বাচনে বিজয়ী হওয়ায় মহান জাতীয় সংসদে নির্বাচনী এলাকার উন্নয়নের কথা বলার সুযোগ হয়েছিল। আমার দায়িত্বকালীন সময়ে জগন্নাথপুর কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত, ৩১ শয্য জগন্নাথপুর হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত, ৫২টি প্রাইমারী স্কুলকে প্লাট সেন্টারে উন্নীত এবং ১০ টি হাইস্কুলকে প্রতিটি স্কুলে ৪০ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছিলাম। এভাবে দক্ষিন সুনামগঞ্জবাসীর দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে ২০০৬ সালে দক্ষিন সুনামগঞ্জকে উপজেলা বাস্তবায়নের স্বপ্ন পুরন করেছিলাম। এছাড়াও পাগলা- জগন্নাথপুর- আউশকান্দি আঞ্চলিক মহা সড়ক, কাতিয়া দ- বেগমপুর সড়ক সহ বিভিন্ন সড়ক এবং অসংখ্য ব্রীজ, কালভার্ট নির্মানের মাধ্যমে নির্বাচনী এলাকার ব্যাপক উন্নয়ন করি। আমি ৫ বছরের জন্য নির্বাচিত হলে আপনাদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করবো। আগামী ৭জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃনমূল বিএনপির প্রতীকে ভোট দিয়ে তিনিকে বিজয়ী করার আহবান জানান। সংসদ নির্বাচনে এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর বিজয়ের লক্ষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাবেক সভাপতি শায়েখ মাওলানা জমির উদ্দিন। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের ওয়ার্ড প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় হাজারো নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com