মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
তোফায়েল আহমেদ বিনা ভোটে এমপি হয়ে পারিবারিক ভাবে লুঠপাট করেছে-হাফিজ ইব্রাহিম শ্রেষ্ঠ গাইড হিসেবে পুরস্কার পেলেন মাইলস্টোন কলেজের ছাত্রী মেহজাদ আকবর এসবিএসি ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত দৌলতখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু

নেত্রকোনায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

মোনায়েম খান নেত্রকোনা
  • আপডেট সময় সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার ৫টি সংসদীয় আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে উৎসবমূখর পরিবেশে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দলীয় প্রার্থীদের দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের মাঝে তাদের পছন্দসই প্রতীক বরাদ্দ দেয়া হয়। নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ পারভেজ ৫টি আসনে ২৬ জন প্রার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে বরাদ্দকৃত প্রতীক তুলে দেন। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে আসন ওয়ারী প্রার্থীরা হলেন, নেত্রকোনা-১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোশতাক আহমেদ রুহী (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী গোলাম রব্বানী (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আহমদ শফী (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা (ট্রাক) ও আফতাব উদ্দিন (ঈগল)। নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে আওয়ামীলীগের প্রার্থী বর্তমান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় (ঈগল),জাতীয় পার্টির প্রার্থী মোছাঃ রহিমা আক্তার আসমা সুলতানা (লাঙ্গল), ইসলামি ঐক্যজোট প্রার্থী মোঃ ইলিয়াস (মিনার), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী এ বি এম রফিকুল হক তালুকদার (নোঙ্গর), বাংলাদেশ কংগ্রেস প্রার্থী আজহারুল ইসলাম খান (ডাব), সুব্রত চন্দ্র সরকার (ট্রাক)। নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে আওয়ামীলীগের প্রার্থী অসীম কুমার উকিল (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী জসীম উদ্দিন ভূঁঞা (লাঙ্গল), ইসলামি ঐক্যজোট প্রার্থী মোঃ এহ্তেশাম সারওয়ার (মিনার), তৃণমূল বিএনপি’র প্রার্থী মিজানুর রহমান খান (সোনালী আশ), স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু (ট্রাক), সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশী (ঈগল)। নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী) আসনে আওয়ামীলীগের প্রার্থী সাজ্জাদুল হাসান (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মোঃ লিয়াকত আলী খান এডভোকেট (লাঙ্গল), তৃণমূল বিএনপি’র প্রার্থী মোঃ আল মামুন (সোনালী আশ), জাসদের প্রার্থী মোঃ মুশফিকুর রহমান (মশাল)। নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে আওয়ামীলীগের প্রার্থী আহমদ হোসেন (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী ওয়াহিদুজ্জামান আজাদ (লাঙ্গল), তৃণমূল বিএনপির প্রার্থী আব্দুল ওয়াহ্হাব হামিদি (সোনালী আশ), স্বতন্ত্র প্রার্থী মোঃ আনোয়ার হোসেন (ঈগল)।প্রতীক বরাদ্দের পর পরই প্রার্থীর কর্মী সমর্থকরা নিজ নিজ আসনের বিভিন্ন এলাকায় তাদের স্বপক্ষে প্রচার-প্রচারণা শুরু করেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com