১৭ ডিসেম্বর ২০২৩, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে ৮ম ও ৯ম শ্রেণীর বিষয় ভিত্তিক শ্রেণী শিক্ষকগনের প্রশিক্ষন, “টঙ্গিবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে”, শুরু হয়েছে। প্রশিক্ষন কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত ৭ দিন ব্যপি ১৭ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত চলবে। প্রশিক্ষন কার্যক্রমে উপজেলার মাধ্যমিক স্তরের ২টি প্রাথমিক বিদ্যালয়, ৬টি মাদ্রাসা ও ১৮টি উচ্চ বিদ্যালয় সহ মোট ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ের ২৯০ জন শিক্ষক প্রশিক্ষনার্থী হিসেবে এবং ২৭ জন শিক্ষক প্রশিক্ষক হিসেবে অংশগ্রহন করছেন। এবারের প্রশিক্ষনে নতুন মাত্রা হিসেবে যুক্ত হয়েছে অন-লাইনে প্রি-টেষ্ট ও পোষ্ট-টেষ্ট পরীক্ষা, যার মাধ্যমে প্রশিক্ষনার্থী ও প্রশিক্ষকদের পারফরমেন্স ভিত্তিক মূল্যায়ন করা হবে। প্রশিক্ষন কার্যক্রমটি সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার জন্য কোর্সের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসলাম হোসাইন, কোর্স পরিচালক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খালেদা পারভীন এবং কোর্স কো-অর্ডিনেটর ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ হান্নান প্রশিক্ষন কার্যক্রম সার্বক্ষনিক মনিটরিং করছেন।