সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নির্দেশে জগন্নাথপুর থেকে চুরি হওয়া ৪টি ব্যাটারি চালিত টমটম (মিশুক) গাড়ি উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর থেকে ৪টি ব্যাটারি চালিত টমটম (মিশুক) উদ্ধারসহ ৪জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ৪টি গাড়ি যার মূল্য অনুমান ১লাখ ২০ হাজার হবে। জানাগেছে, ১২ ডিসেম্বর রাতে উপজেলা সৈয়দপুর হাড়িকোনা গ্রামের সৈয়দ হাফিজ মিয়ার মালিকানাধীন গ্যারেজ থেকে ৪টি ব্যাটারি চালিত টমটম (মিশুক) গাড়ি চুরি হয়ে যায় পরে চুরির অভিযোগে সোমবার (১৮ ডিসেম্বর) চুরি হওয়া গাড়ি উদ্ধারসহ ৪জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সৈয়দপুর (হাড়িকোনা) গ্রামের সৈয়দ হাফিজ আহমদের ছেলে সাইদ আহমদ, হবিগঞ্জের নবীগঞ্জের উমরপুর গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে শিবলু(৩৮), নবীগঞ্জের ভানুদেব গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে কাজল মিয়া(৩৫), নবীগঞ্জের সরফরাজপুর গ্রামের মৃত ইমানী মিয়ার ছেলে মোঃ জিলু মিয়া(৩৬)। গাড়িসহ গ্রেফতারকৃত ৪ আসামীকে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।