বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন

‘জামাল কুদু’ গানে বুবলীর নাচ

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

এ মাসের প্রথম দিন ভারতসহ বিশ্বের ৪ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমা। ইতোমধ্যে সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছে। এদিকে ‘জামাল কুদু’ শিরোনামের গানের সঙ্গে নেচে পর্দায় আগুন ধরিয়েছেন বলিউড অভিনেতা ববি দেওল। এবার সেই একই গানে নাচতে দেখা গেল ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলীকে। ফেসবুকে ‘জামাল কুদু’ গানের তালে মাথায় পানপাত্র নিয়ে নাচের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে গানের ছন্দে শরীর দোলাতে দেখা যায় নায়িকাকে। এসময় তার চোখেমুখে হাসি স্পষ্ট ছিল। বুবলী তার এই নাচের ভিডিও প্রকাশ করে যেন নিন্দুকদের উদ্দেশে একটি বার্তা দিতে চেয়েছেন। কারণ সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হিংসা এক ধরনের মানসিক ক্যানসার। দ্রুত সুস্থ হয়ে উঠুন।’ রহস্যময় এমন ক্যাপশনে কারো নাম উল্লেখ করেননি তিনি। জানা গেছে, নেত্রকোনায় ‘মায়া দ্য লাভ’ সিনেমার শুটিং করছেন বুবলী। তিনি বলেন, ‘গানটি আমার খুব ভালো লেগেছে। তা ছাড়া এখন ট্রেন্ড চলছে। তাই গানটির তালে তালে একটু নাচলাম।’
প্রসঙ্গত, জামাল কুদু ১৯৫০ এর দশকের শেষের দিকের একটি ইরানি গান, যা নতুন করে নির্মাণ করে অ্যানিমেল সিনেমায় ব্যবহার করা হয়েছে। গানটিতে একটি বিয়ের দৃশ্য দেখানো হয়েছে। যেখানে ববি দেওলের চরিত্রটি তৃতীয়বার বিয়ে করছে। কয়েকজন মেয়ে একসঙ্গে গানটি গাইতে থাকেন, সেসময় মাথায় একটি গ্লাস নিয়ে নাচতে থাকেন ববি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com