মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪০ অপরাহ্ন

মিছিল থেকে ছাত্রদল নেতা রিয়াদ-ঊর্মি গ্রেফতার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীন নির্বাচনসহ একদফা দাবিতে বিএনপি-জামায়াতসহ বিরোধীদল ও জোটের সকাল-সন্ধ্যা হরতাল চলছে। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে সন্ধ্যায় ৬টা পর্যন্ত হরতাল চলবে।
হরতালের সমর্থনে ধানমন্ডি-২৭ মিছিল থেকে গ্রেফতার হয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল আলম রিয়াদ ও মহানগর উত্তর ছাত্রদলের নেত্রী উর্মি আক্তার ভূঁইয়া। এ তথ্য নিশ্চিত করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি নাছির উদ্দিন নাছির।

তিনি বলেন, আমরা এ দেশের মানুষের মুক্তি ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন গ্রেফতার করে, মামলা দিয়ে থামানো যাবে না। এ দেশের প্রতিটি মানুষ তার অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com