বুধবার, ১৫ মে ২০২৪, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম ::
নকলায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনীতে কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান দৈনন্দিন জীবনে চলাফেরায় নিজের মর্যাদা অটুট রাখুন কালীগঞ্জে থামছে না কৃষি জমির মাটি কাটা কম খরচে লাভ বেশি হওয়ায় বাদাম চাষে আশার আলো দেখছেন কৃষকরা কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সারেংকাঠী ও গুয়ারেখা ইউনিয়নে ঢল নেমেছে স্বচ্ছ মনের প্রার্থী আলহাজ্ব আঃ হকের পক্ষে শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র খোকনের দায়িত্ব গ্রহণ অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ উপজেলার পর এবার সিলেট বিভাগেরও শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান কালীগঞ্জের আল-জাছির হলেন দেশ সেরা কালিয়ায় মক্কীনগর কবরস্থানের উদ্বোধন ও দোয়া মাহফিল

সাংবাদিকদের সাথে জাপা প্রার্থীর মতবিনিময়

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লাঙ্গল পার্থী বর্তমান সংসদ সদস্য ফখরুল ইমাম স্থানীয় সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন। বুধবার দুপুরে উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামের নিজ বাসভবনে ওই মতবিনিময় সভা করেন তিনি। মতবিনিময় সভায় তিনি বলেন, আমি তিনবার এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পর রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষায় ব্যাপক উন্নয়ন করেছি। সেই সাথে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ইকোনমিক জোন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি সব সময় উন্নয়নকে প্রাধান্য দিয়েছি। গত দশ বছর এই আসনের মানুষের জন্য কাজ করেছি। এখন নির্বাচনের সময় এসেছে তাই অনেকেই আমাকে নিয়ে নানা সমালোচনা করছে, জানি তারা আরও সমালোচনা করবে। কিন্তু তাদের নিয়ে আমি কোনদিন কোন মন্তব্য করি নাই। তাই তাদের এসব কথায় জনগণ কান দিবে না বলে আমি আশাবাদী। তিনি আরো বলেন, আবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি জাতীয় পার্টি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হয়েছি, আশা করি এই আসনের জনসাধারণ আমার কাজের মূল্যায়ন করে আবারও আমাকেই নির্বাচিত করবে ইনশাআল্লাহ। এছাড়াও তিনি জাতীয় পার্টির শাসন আমলে দেশের উন্নয়ন ও বর্তমান সরকারের উন্নয়ন অর্গযাত্রার অংশিদার হিসেবে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুল হাদীসহ উপজেলা কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com