রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নির্বাচনী জনসভা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আমতলী ইউনিয়ন পরিষদ ভবন চত্ত্বরে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, আমতলী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, আওয়ামী লীগ নেতা কমল সেন, জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হান্নান শেখ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফেজা বেগম, আওয়ামী লীগ শিল্প ও বানিজ্য উপ-কমিটির সদস্য রোমান মাহমুদ, উজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার বক্তব্য রাখেন। মোঃ শহীদ উল্লা খন্দকার বলেন, আওয়ামী লীগ যতবার জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষনা করেছেন ক্ষমতায় গিয়ে তা পদে পদে বাস্তবায়ন করে দেখিয়েছে। এবারও নির্বাচনী যে ইশতেহার ঘোষনা করা হয়েছে সেটিও বাস্তবায়ন করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন। কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে আমাদের সবাইকে নৌকায় ভোট দিতে হবে। তাই আসুন আমরা সকলে মিলে ৭জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com