মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে বন বিভাগ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার সিরাজনগর এবং লামুয়া এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাখি শিকারীদের আটক করা না গেলেও পাখি শিকারের সরঞ্জামসহ একটি শালিক, একটি বক ও একটি ঘুঘু পাখি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে সিরাজনগর এবং লামুয়া এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় লামুয়া এলাকার হারিস মিয়ার বাড়ি থেকে শালিক, বক ও ঘুঘু পাখি উদ্বার করি। তিনি আরও জানান, অভিযানে খবর পেয়ে পাখি শিকারৌরা পালিয়ে যায়। পরে এলাকার লোকজনের কাছ থেকে তথ্য নিয়ে তাদের বাড়িতে অভিযান করি। এসময় পাখি শিকারীকে পাওয়া যায় নি। পাখি শিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম। প্রসঙ্গত, এর আগে গত ১১ ডিসেম্বর দুপুরে শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানের বস্তি এলাকা থেকে ৫টি শিকারী টিয়া পাখি উদ্ধার করে বনবিভাগ।