বুধবার, ১৫ মে ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
কালীগঞ্জে থামছে না কৃষি জমির মাটি কাটা কম খরচে লাভ বেশি হওয়ায় বাদাম চাষে আশার আলো দেখছেন কৃষকরা কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সারেংকাঠী ও গুয়ারেখা ইউনিয়নে ঢল নেমেছে স্বচ্ছ মনের প্রার্থী আলহাজ্ব আঃ হকের পক্ষে শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র খোকনের দায়িত্ব গ্রহণ অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ উপজেলার পর এবার সিলেট বিভাগেরও শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান কালীগঞ্জের আল-জাছির হলেন দেশ সেরা কালিয়ায় মক্কীনগর কবরস্থানের উদ্বোধন ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা আরমান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন

নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন জাপা প্রার্থী মনি

জাহিদুল খান সৌরভ শেরপুর  :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরে জাতীয় পার্টি মনোনীত শেরপুর-১ (সদর) আসনের লাঙল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জাপার সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনি সাংবাদিকদের সাথে মতবিনিময় ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ৪ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে শহরের চাপাতলী মহল্লায় তার প্রধান নির্বাচনী কার্যালয়ে ওই মতবিনিময় সভা ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ওইসময় মাহমুদুল হক মনি সংসদ সদস্য নির্বাচিত হলে শেরপুর সদরের উন্নয়নে কি কি করবেন তার বিস্তারিত ইশতেহারে তুলে ধরেন। ওইসময় তিনি বলেন, তিনি বিজয়ী হলে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন এবং ১টি পৌরসভাকে ৪টি ভাগে বিভক্ত করবেন। অনগ্রসর এলাকাকে প্রাধান্য দিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ক্যাটাগরিতে ভাগ করে সে অনুযায়ী উন্নয়ন সাধন করবেন। এছাড়াও কৃষি প্রধান জেলা হিসেবে খাদ্য প্রক্রিয়াজাতকরণের কোল্ড স্টোরেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, রেললাইন নির্মাণ, মেডিকেল কলেজ স্থাপন এবং মৃগী নদীর পাড় থেকে বেনুয়ারচর পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণ করবেন। এসব কর্মকা- বাস্তবায়ন করতে এবং শেরপুর সদরকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে সকল নারী-পুরুষ ভোটারদের কাছে লাঙল প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেন। তিনি আরও বলেন, তিনিই জেলায় একমাত্র প্রার্থী হিসেবে ডিজিটাল প্রচারণার মাধ্যমে তার আসনের সকল ভোটারের কাছে মোবাইল ফোন কল ও এসএমএসের মাধ্যমে ভোট চেয়েছেন। পরিশেষে তিনি নির্বাচনে সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন এবং তিনি নির্বাচিত হলে শেরপুরের উন্নয়নে তার বিশেষ ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মতবিনময়কালে জেলা জাপার সাবেক সাধারণ মো. শফিকুল ইসলাম ঠান্ডা, জেলা জাপা সহ-সভাপতি হারুন জিলানী সরকার, সাংগঠনিক সম্পাদক এসএম আশরাফ, জাপা নেতা আব্দুর রশীদ বিএসসিসহ কর্মী-সমর্থকরা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com