গফরগাঁও ও পাগলা থানার সুবিধা বঞ্চিত অসহায় মানুষের পাশে থাকবে গফরগাঁও ফোরাম ঢাকা। গত শনিবার গফরগাঁও মাওলানা আবদুর রশীদ মাদরাসায় “গফরগাঁও ফোরাম ঢাকা, কতৃক আয়োজিত শীতবস্ত্র ও এতিমদের নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে ফোরামের সভাপতি ইব্রাহীম মন্ডল এ কথা বলেন।
তিনি আরো বলেন, যে জায়গায় আমরা জন্ম গ্রহণ করেছি , যেখানকার আলো বাতাসে বড় হয়েছি, যাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় বেড়ে উঠেছি তাদের প্রতি দায়বদ্ধতা থেকেই “গফরগাঁও ফোরাম ঢাকা, প্রতিষ্ঠা করা হয়। ফোরামের উদ্দেশ্যই হল, পশ্চাদপদ সুবিধা বঞ্চিত অসহায় অভাবী জনগোষ্ঠীর সহযোগিতা করা। সল্প পুঁজি দিয়ে সর্বলম্বী করা, আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে স্কুল, মক্তব, মাদরাসা প্রতিষ্ঠা, পাঠাগার স্থাপন, শিক্ষা বৃত্তি, উচ্চ শিক্ষার সুযোগ, চিকিৎসা সেবা, এ্যাম্বুলেন্স ব্যবস্থা করা ।
গফরগাঁও এর ইতিহাস ঐতিহ্য ও ঐতিহাসিক ব্যক্তিদের অবদান তুলে ধরা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ইসমাইল হোসেন সোহেল, মাও: সিরাজুল ইসলাম, মাও: সাইফুল ইসলাম । গফরগাঁও থানার মাও. আবদুর রশিদ মাদরাসায় , পপুলার হাসপাতাল ও পাগলা থানার লামকাইন , পাঁচবাগে এই তিনটি স্থানে শীতবস্ত্র ও এতিমদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফোরামের নির্বাহী সদস্য মুজিবর রহমান রূপক, হাফেজ মাও: তানভীর আহমদ খলিল, মাও:আবু নাঈম ও আরো অনেকে ।