রবিবার, ০৫ মে ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন

হাঁড় কাপানো শীতে কম্বল পেয়ে খুশি ৭০ বছর বয়সী রওশন আরা বেগম

জাজিরা প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

আমাদের এখানে কেউ আসে নাই বাবা,আপনারা আসিয়া কম্বল দিলেন। আপনাদের অনেক ধন্যবাদ। এভাবেই কথাগুলো বলছিলেন জাজিরা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের প্রত্যন্ত পদ্মার চরের বাসিন্দা রওশন আরা বেগম(৭০)। শুধু রওশন আরা বেগম নন, হাবীব শেখ (৮২), ফুলজান বেগম ও আমেনাসহ অনেকেই ইউএনও’র দেওয়া কম্বল হাতে পেয়ে দারুণ খুশি হয়েছেন। তারা বলেন, এতো শীতের মধ্যে আমাদের এখানে কেউ আসে নাই। আজ ইউএনও আসছে , কম্বল দিল, আমরা খুব খুশি। আমরা তাদের জন্য দোয়া করমু। গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার মাঝীরঘাট এলাকায় অবস্থিত পূর্বনাওডোবা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে স্থানীয় শীতার্তদের তিনি কম্বল প্রদান করেন। পূর্ব নাওডোবার পাইনপাড়া সহ আশেপাশের চরাঞ্চল এবং বিভিন্ন গ্রামের প্রায় ১০০ জন অসহায় শীতার্তদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের এই কম্বল বিতরণ করেন। হাড় কাপানো এই শীতে কম্বল পাওয়ার তালিকায় ছিলেন বয়স্ক, বিধবাসহ অত্র এলাকার পিছিয়ে পড়া মানুষেরা। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা বলেন, ছিন্নমূল অসহায় মানুষগুলো নিজের পেটের ক্ষুধাই ঠিকমত মেটাতে পারে না। সেখানে শীতের কাপড় কিভাবে কিনবে? তাই আমাদের প্রত্যেকের উচিত এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ছাড়া জাজিরার মানুষকে যেকোনো সেবা দিতে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। কম্বল বিতরণকালে উপজেলার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ নজরুল ইসলাম,পূর্বনাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো: সোহাগ, ইউপি সদস্য হাপন মৃধাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com