রবিবার, ০৫ মে ২০২৪, ০৯:০৯ পূর্বাহ্ন

রজনীগন্ধা ফেরি উদ্ধারের জন্য শক্তিশালী প্রত্যয়

বাদশা মিয়া (শিবালয়) মানিকগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

মানিকগঞ্জে পাটুরিয়া ঘাটের নদীর মাঝে থাকা রজনীগন্ধ্যা ইউটিলিটি ফেরি থেকে রুস্তম ও হামজা জাহাজের সাহায্যে বৃহস্পতিবার বেলা তিনটার দিকে আরও ১টি কাভার্ড ভ্যানসহ দুদিনে মোট তিনটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে। সর্বশেষ উদ্ধারকৃত ট্রাকে (নম্বর কুষ্টিয়া ট-১১-২৬৩৩) প্রায় ৫০ লাখের বেশি টাকা মূল্যের ভারতীয় কার্পাস তুলা বোঝাই ছিল। নারায়নগঞ্জ থেকে রওনা দেয়া অপর উদ্ধার জাহাজ ‘প্রত্যয়’ সন্ধ্যা নাগাদ ঘটনাস্থলে পৌঁছাবে বলে সংশিষ্ট কর্মকর্তারা জানান। জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার দিকে দৌলতদিয়া থেকে ৯টি ট্রাক ও যাত্রী নিয়ে রজনীগন্ধ্যা ফেরি ঘন কুয়াশায় পাটুরিয়ার আধা কিলোমিটার পশ্চিমে নোঙ্গর করা অবস্থায় তলা ফুটো হয়ে ডুবে যায়।
ফেরির সহকারী চালক হুমায়ুন কবির ছাড়া সবাই রক্ষা পায়। ঘটনা তদন্তে মানিকগঞ্জ জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিসি পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। নৌবাহিনী, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। বিআইডব্লিউটিসি চেয়ারম্যান ড. একেএম মতিউর রহমান ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন, উদ্ধার জাহাজ রুস্তম ও হামজার ধারণ ক্ষমতা কম। ঘটনা স্থলে ৪০/৪৫ ফুট গভীরতা রয়েছে। নিমজ্জিত ফেরি টেনে তোলার জন্য কাউরাকান্দি শিমুলিয়া থেকে রওয়ানা দেয়া অপর উদ্ধার জাহাজ ‘প্রত্যয়’ আজ রাত ১০টা নাগাদ পৌঁছার কথা রয়েছে। স্রোত ও শীতের তীব্রতা উপেক্ষা করে উদ্ধার কাজ রাত পর্যন্ত অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com