বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

কম্বল বিতরণের সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন পৌর মেয়র

রিয়াদ ইসলাম জলঢাকা
  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

নীলফামারী জলঢাকার পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু মারা গেছেন। গত শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পৌরসভায় গত কয়েকদিন ধরে শীতের দাপট বেশি থাকায়। ফলে বেকায়দা পরে পৌরসভার আসহায় ও হতদরিদ্র পরিবারের সাধারণ মানুষজন। পরে দিনভর পৌর এলাকার বিভিন্নস্থানে প্রান্তিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি। রাতে পৌরসভার সতিঘাট এলাকায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের সময় ঠান্ডায় কাঁপছিলেন পৌর মেয়র। সেখানকার কার্যক্রম শেষে গাড়িতে ওঠার সময় মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাঁকে দ্রুত জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ব্যক্তিগত জীবনে মেয়র ইলিয়াস হোসেন বাবলু স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মেয়র ইলিয়াস হোসেন বাবলু তৃণমূল থেকে উঠে আসেন আওয়ামী লীগের রাজনীতিতে। তিনি বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও ধর্মীয় সংগঠনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তিনি জলঢাকা পৌর আওয়ামী লীগের অন্যতম সদস্য ছিলেন। এ ছাড়া জলঢাকা পৌর কৃষক লীগের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন মেয়র বাবলু। ২০১১ সালে পৌরসভার নির্বাচনে জলঢাকা পৌরসভার মেয়র নির্বাচিত হন। সফলতার সাথে তিনি পৌরসভা পরিচালনা করেন। সাধারণ জনতার কাছে মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। এরপর ২০২১ সালে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন মেয়র ইলিয়াস হোসেন বাবলু। শনিবার দুপুরে জলঢাকা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে প্রথম জানাজা এবং বাদ আছর তার নিজ গ্রামের বাড়ি উত্তর কাজিরহাটে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com