বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়ে যান

এহসান বিন মুজাহির (শ্রীমঙ্গল) মৌলভীবাজার
  • আপডেট সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

শ্রীমঙ্গলে মানবতার দেয়াল

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুবিধাবঞ্চিত অসহায়-দুস্থ মানুষের মাঝে চলতি শীত মৌসুমে সাড়া ফেলেছে ‘মানবতার দেয়াল’। ‘আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান, প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়ে যান’ এমন লেখা যুক্ত দেয়ালে ঝুলানো প্যান্ট, শার্ট, গেঞ্জি, শীতের কাপড়গুলো সংগ্রহ করত হাড়কাঁপানো শীতে এ দেয়ালের প্রতি ঝোঁক বেড়েছে হতদরিদ্র মানুষদের। গত ১৩ জানুয়ারি থেকে শনিবার (২১ জানুয়ারি) পর্যন্ত তিনবার সরজমিন ঘুরে দেখা যায়, শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয় সংলগ্ন মানবতার দেয়ালের একপাশে লেখা রয়েছে ‘আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান, প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়ে যান। এমন লেখা যুক্ত দেয়ালে শহর ও শহরতলীর মানুষেরা তাদের অব্যবহৃত শীতের কাপড়গুলো এখানে রেখে যান। কেউ বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় নিজের অতিরিক্ত কয়েকটি কাপড় এখানে রেখে যাচ্ছন। হতদরিদ্র মানুষেরা নিয়ে যাচ্ছেন প্রয়োজনীয় কাপড়। গত শুক্রবার সন্ধায় দেখা যায়, দেয়ালের হ্যাঙ্গারে ঝুলানো ছিল চাদর, জেকেট, প্যান্ট, শার্ট, গেঞ্জিসহ শীতের অনেকগুলো কাপড়। শনিবার সকাল ১১টায় এসে দেখা যায় এক হতদরিদ্র মহিলা দেয়াল থেকে কাপড় সংগ্রহ করছেন। তার সাথে আলাপকালে তিনি বলেন তার শিশু ও স্বামীর জন্য কয়েকটি কাপড় নিয়েছেন। ছবি তুলতে চাইলে মহিলা বললেন ভাই ছবি ধারণ না করলে ভালো হয়। এসময় দেয়ালে আর কোনো কাপড় চোখে পড়েনি। বিকেল ৫টায় ঘুরে দেখা যায় দেয়ালের হ্যাঙ্গারে ঝুলছে পুরনো জেকেট, মাপলার, গেঞ্জি, লম্বা পেন্টসহ আরও কয়েক প্রকারের শীতবস্ত্র। রাত সাড়ে ৮টায় স্পটে এসে দেখা যায় দেয়ালের কাপড়গুলো নেই। হঠাৎ চোখ পড়লো ফুটপাত দিয়ে হেটে যাওয়া এক ব্যক্তির ব্যাগের দিকে। কারণ ব্যাগটি দেয়ালের পাশে গতকালই দেখেছিলাম পড়ে আছে। কথা হলো ওই ব্যক্তির সাথে। তিনি বলেন, আমার এবং পরিবারের কয়েকজনের জন্য এই দেয়াল থেকে কিছু কাপড় নিয়েছি, বাড়িতে নিয়ে দেখবো তারের শরীরর ফিট হয় কিনা। কাপড়গুলো পুরনো হলেও ভালো এবং তার পছন্দ হয়েছে বলেও তিনি জানান। ওই ব্যক্তির নাম নায়েব আলী এবং তিনি শহরের শাপলাবাগ রেল কলোনিতে থাকেন বলে জানান। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক বলেন, আমি গতকাল বাসা থেকে পুরনো কিছু কাপড় মানবতার দেয়ালে রেখে যাই। যাদের প্রয়োজন তারা এখান থেকে নিতে পারবেন। তিনি বলেন, মানুষের দৈনন্দিন জীবনের ব্যবহারের অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় অথচ ব্যবহারযোগ্য অনেক পোশাক ঘরে অকারণে ও অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। এ পোশাকগুলো এখানে জমা দেয়া হলে সব শ্রেণি-পেশার শীতার্ত মানুষের উপকার হবে। সমাজের বিত্তবান মানুষেরা যদি তাদের অপ্রয়োজনীয় জামাকাপড় এসব দেয়ালে রেখে যান তাহলে হতদরিদ্রদের আরও উপকার হবে। জানা যায়, ২০১৮ সালে ‘মানবতার দেয়াল’ প্রতিষ্ঠা করে স্বেচ্ছাসেবী সংগঠন অভিযাত্রী। সুবিধাবঞ্চিত মানুষের সেবার উদ্দেশ্যে ব্যতিক্রমী ‘মানবতার দেয়াল’ উদ্যেগটি প্রথম দিকে বেশ সাড়ে ফেলে। এতে স্থানীয়রাও নানাভাবে সহযোগিতায় এগিয়ে আসেন। পরবর্তীতে এ উদ্যোগের কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে যায়। তবে শীত মৌসুমে অনেক মানবিক মানুষ এগিয়ে এসে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। যার কারণে মানবতার দেয়াল থেকে কাপড় সংগ্রহে আগ্রহ বেড়েছে হতদরিদ্র মানুষদের।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com