আগামী ৩০ শে জুনের মধ্যে টেলিফোন শিল্প সংস্থাকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে নির্দেশ দিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় প্রতিমন্ত্রী বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সম্পদের সঠিক ব্যবহার করা অর্থ এবং মেধার অপচয় রোধ করে এর সঠিক ব্যবহার করা। দখলকৃত সম্পদ উদ্ধার করা এবং আয় ব্যয়ের সঠিক সামঞ্জসতা তৈরি করা। আগামী পাঁচ মাসের মধ্যে টেলিফোন শিল্প সংস্থাকে একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় আর আমরা এই চ্যালেঞ্জটাকে নিতে চাই। সোমবার, ২২ (জানুয়ারি) সকালে গাজীপুরের টঙ্গীর বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা পরিদর্শন করেন, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় তিনি টেশিস ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং কর্মকর্তা কর্মচারীদের সাথে নানা বিষয়ে কথা বলেন। পরিদর্শন কালে তার সাথে ছিলেন টেশিস এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফুল হোসেন প্রিন্স, বাংলাদেশ হাইটেক এর ব্যবস্থানা পরিচালক জিএসএম জাফরুল্লাহ সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।