ফটিকছড়িতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম শুভ জন্ম-মহােৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে উৎসব উদযাপন পরিষদ। ৩১শে জানুয়ারি বুধবার বিকালে সৎসঙ্গ বাংলাদেশ-ফটিকছড়ি উপজেলার আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উৎসবের প্রধান সমন্বয়ক এড. উত্তম কুমার মহাজন। লিখিত বক্তব্যে তিনি বলেন, অন্যান্য বছরে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম শুভ জন্ম-মহােৎসব উপজেলায় পৃথক পৃথক ভাবে উদযাপন করা হলেও এবার সমন্বিতভাবে আগামী ২রা ফেব্রুয়ারী শুক্রবার ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে বৃহৎ আকারে এই জন্ম-মহোৎসব অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফটিকছড়ির নব নির্বাচিত সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। এছাড়াও প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, জন প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গরা অনুষ্টানে উপস্থিত থাকবেন। দিনব্যাপী অনুষ্টানে ধর্মসভাসহ বিভিন্ন মাঙ্গলিক আয়োজন রয়েছে। উক্ত জন্ম-মহােৎসব অনুষ্টান সফল করার জন্য ধর্ম-বর্ন নির্বিশেষে সকলের স্ব-বান্ধব উপস্থিতি কামনা করেন উৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা। এসময় উৎসবের সভাপতি বাবু সাধন কর (সহ-প্রতি ঋত্বিক) সাধারণ সম্পাদক ডা: রঞ্জন দে, যুগ্ন সম্পাদক প্রকাশ আচার্য্য, সাংস্কৃতিক সম্পাদক ডা: টিটু শীল, অর্থ সম্পাদক এড. লিটু পাল যাজক, ডা: বাবুল দাশ, বিপ্লব ধর, পিন্টু শীল উপস্থিত ছিলেন।