স্প্যানিশ লা লিগায় এবার সাপ-বেজির লড়াই চলছে রিয়াল মাদ্রিদ আর জিরোনার মাঝে। আর তাতে এবার এগিয়ে গেল লস ব্লাঙ্কোসরা। শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে দলটি। গতরাতে গেরাফেকে ২-০ গোলে হারিয়ে সিংহাসন দখলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে জোড়া গোল করেন হোসেলু। গত বৃহস্পতিবার গেতাফের মাঠে লড়াইয়ে নামে রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল তারা। স্বাগতিকদের কোনো সুযোগ না দিয়ে খেলার নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় মাদ্রিদ পরাশক্তিরা। ১৪তম মিনিটেই দলকে এগিয়ে দেন হোসেলু। ভাসকেসের পাস থেকে হেডে বল জড়ান জালে।
এগিয়ে গিয়েও ক্ষান্ত হয়নি রিয়াল, একের পর এক সাজানো আক্রমণে কাঁপাতে থাকে গেতাফের রক্ষণ। তবে প্রথমার্ধে আর গোলমুখের দেখা পায়নি লস ব্লাঙ্কোজরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। ৫৬ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল আদায় করেন হোসেলু। ভিনিসিউসের পাস বক্সে নিজের নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। গোল পেতে পারতেন ভিনিসিউসও। তবে তার প্রচেষ্টা রুখে দেন গেতাফে গোলরক্ষক। ৬৯তম মিনিটে আবারও সুযোগ তৈরী করেন ভিনিসিউস। এবারও বাঁধা হয়ে দাঁড়ান গোলরক্ষক। এদিকে ব্যবধান কমানোর বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল গেতাফেও। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি। ফলে ঘরের মাঠে ২-০ গোলে হেরে যায় তারা। এই মুহূর্তে ২২ ম্যাচ শেষে রিয়ালের সংগ্রহ ৫৭ পয়েন্ট। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জিরোনা। সমান ৪৭ পয়েন্ট নিয়ে তিনে অ্যাতলেটিকো মাদ্রিদ আর চারে অবস্থান বার্সেলোনার।