রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

বরেণ্য আলেম মাওলানা লুৎফর রহমান অসুস্থ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

দেশের প্রখ্যাত আলেমেদ্বীন ও মুফাসসিরে কোরআন মাওলানা লুৎফর রহমান ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরিবারের সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন।
গতকাল বুধবার সকাল পৌনে ১০টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের নিজ বাড়িতে তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন বলে নিশ্চিত করেছেন তার ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার।
আবু সালমান মোহাম্মদ আম্মার জানান, তার বাবা সকালে হটাৎ মাথা ঘুরে পড়ে যান। সাথে সাথে বাড়ির লোকজন তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান যে তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সযোগে মাওলানা লুৎফর রহমানকে নিয়ে ঢাকার ধানমন্ডি ইবনেসিনা হাসপাতালের উদ্দেশে রওয়ানা হয়েছেন। তিনি আরো জানান, ২০২১ সালে একবার মাইনর স্ট্রোকে আক্রান্ত হন তার বাবা। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি এ-ও জানান, আজ মেজর ব্রেনস্ট্রোক করেছেন তার বাবা। তিনি পরিবারের পক্ষ থেকে তার বাবা মাওলানা লুৎফর রহমানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com