আগামী কয়েক দিনের মধ্যেই প্রথমবারের মতো পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর মুকুট পরবে কোনো নারী। মঙ্গলবার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএলএন) প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তার মেয়ে মরিয়ম নওয়াজকে পাঞ্জাবের প্রথম নারী মুখ্যমন্ত্রী এবং তার ভাই শেহবাজ শরিফকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন। মরিয়ম নওয়াজকে রাজনৈতিক সংগ্রাম ও কারাবাসের কষ্ট সহ্য করা এবং অক্লান্ত পরিশ্রম ও পারিবারিক দায়িত্ব পালনের জন্য তার দলের একজন ‘আয়রন লেডি’ হিসেবে অভিহিত করা হয়।
তাকে পিএমএলএন-এর আগ্রাসী রাজনীতির পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করা হয় এবং ২০১৭ সালে বিশ্বের ১০০ জন প্রভাবশালী নারীর অন্তর্ভুক্ত করা হয়। পানামা পেপারস মামলার রায়ের পর আক্রমণাত্মক রাজনৈতিক পথ অবলম্বন করেন মরিয়ম নওয়াজ এবং তিনি খুব অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেন। ১৯৯৯ সালে যখন নওয়াজ শরিফ সরকারকে বরখাস্ত করা হয়েছিল, তখন তিনিও কষ্ট পেয়েছিলেন। চার মাস গৃহবন্দী থাকার পর তাকে সৌদি আরবে নির্বাসিত করা হয়। তিনি ২০১৩ সালের নভেম্বরে প্রধানমন্ত্রীর যুব কর্মসূচির ইনচার্জ নিযুক্ত হন এবং যুবকদের ল্যাপটপ ও বৃত্তি প্রদান করেন এবং যুবকদের মধ্যে দলকে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সময়ের মধ্যে তিনি দলের জন্য একটি সংগঠিত সামাজিক মিডিয়া সেল প্রতিষ্ঠা করেছিলেন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দলের বর্ণনা চালু করতে শুরু করেছিলেন।
২০১৮ সালের নির্বাচনে তাকে জাতীয় এবং প্রাদেশিক পরিষদের জন্য টিকিট দেয়া হয়েছিল। কিন্তু নির্বাচনের আগে তাকে অ্যাভেনফিল্ড রেফারেন্সে সাত বছরের সাজা দেয়া হয়েছিল এবং ১০ বছরের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছিল। তিনি কারাগারে বি-শ্রেণীর সুযোগ-সুবিধা নিতে অস্বীকৃতি জানান এবং সাধারণ কয়েদিদের মতো কারাভোগ করেন। জেল থেকে বেরিয়ে আসার পর তিনি সারাদেশে সমাবেশ সংগঠিত করতে থাকেন এবং শাসক-শাসনকে চ্যালেঞ্জ করেন। রাজনৈতিক সংগ্রামের অংশ হিসেবে তিনি করাচিতে পৌঁছালে তার স্বামীকে হোটেলের রুমের দরজা ভেঙ্গে গ্রেফতার করা হয়। মরিয়ম নওয়াজের বক্তৃতা সম্প্রচারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, কিন্তু তিনি সারাদেশে সমাবেশ করতে থাকেন এবং তার জনসমাবেশে ক্ষমতাসীন দলকে চ্যালেঞ্জ করেন। তার ক্ষমতা ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ পিএমএলএন নেতৃত্ব তাকে প্রধান সংগঠক এবং সিনিয়র সহ-সভাপতি নিযুক্ত করে। তিনি তার বাবাকে ফিরিয়ে এনেছিলেন এবং ২০২৪ সালের নির্বাচনী ফ্রন্ট একটি আধিপত্যপূর্ণ পদ্ধতিতে পরিচালনা করেছিলেন। এখন যখন সরকার গঠনের কথা আসে, তখন পিএমএলএন নেতৃত্ব তাকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করে। এভাবে পাকিস্তান ও পাঞ্জাবের একটি নতুন রাজনৈতিক ইতিহাস তৈরি হতে চলেছে, যেখানে তিনি খুব শিগগিরই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মরিয়ম নওয়াজ।
সূত্র : দি নিউজ