বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

ফটিকছড়ির মানিকপুর বৈরাগী ঠাকুর মন্দিরে অষ্টপ্রহরব্যাপী গীতাযজ্ঞ ও মহোৎসব

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় শনিবার, ২ মার্চ, ২০২৪

চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামে শ্রী শ্রী বৈরাগী ঠাকুর মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে দুইদিন ব্যাপী কর্মসূচী গতকাল শেষ হয়েছে। শুক্রবার বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও শনিবার অষ্টপ্রহরব্যাপী মহোৎসবে হাজার হাজার পূজার্থী অংশ নেন।
এ সময় দেশবরেণ্য প্ররোহিত, ধর্মগুরু, সাধক ও ভক্তকূল উপস্থিত ছিলেন। ধুরুং খালের তীরবর্তী জনপদে অবস্থিত শ্রী শ্রী বৈরাগী ঠাকুরের মন্দির ও মহোৎসব পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত দুইদিন ব্যাপী এ কর্মসূচীতে হাজারো ভক্তকূল উপস্থিত থাকেন। আয়োজক কমিটি ২৫ হাজার ভক্তের জন্য মহাপ্রসাদ ব্যবস্থা করেন বলে জানান। অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব, ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. উত্তম কুমার মহাজন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য বখতিয়ার সাঈদ ইরান, মন্দির উন্নয়ন কমিটির সভাপতি বাবু নির্মল কান্তি দেব, উপদেষ্টা ডা. রঞ্জিত বরণ দাস, বাগীশিক ফটিকছড়ি উপজেলার সভাপতি সুমন বণিক, সাধারণ সম্পাদক রূপক দে, আদিত্য সৈকত, মন্দির পরিচালনা কমিটির সভাপতি মৃদুল কান্তি মহাজন, সাধারণ সম্পাদক ডা. প্রকাশ কান্তি দাসসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত হাজার হাজার সনাতনী ভক্তবৃন্দরা বৈরাগী ঠাকুরের আশির্বাদ কামনাসহ বিভিন্ন মান্নত পুরন করেন এবং পরিচালনা কমিটি নব-নির্মিত মন্দিরের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও পুণ্যার্থীরা মন্দিরের যাতায়াতের জন্য ধুরুং খালের উপর একটি ব্রিজ নির্মানের জন্য ফটিকছড়ির সাংসদসহ প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com