মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের আয়োজনে গণিত উৎসব

এহসান বিন মুজাহির (শ্রীমঙ্গল) মৌলভীবাজার
  • আপডেট সময় শনিবার, ৯ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এর আয়োজনে এবার প্রথম গণিত উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) শনিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত উৎসবে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় আড়াই হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ড. মোঃ আব্দুস শহীদ এমপি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য লেখক ও পদার্থবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল। মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, চট্রগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো ইফতেখার মনির, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত সুমন কুমার দাশ, বাতিঘর প্রকাশনার প্রকাশক দীপংকর দাশ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল। শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর সঞ্চালনায় উৎসবে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর, মৌলভীবাজার সদর, জুড়ী, কুলাউড়া এবং বড়লেখা উপজেলা থেকে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করে। উৎসবে জেলা এবং বিভিন্ন উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতাষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। গণিত উৎসবে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে মেডেলসহ সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com