ফটিকছড়ি উপজেলার ১৪নং নানুপুর এবং ২১নং খিরাম ইউপি নির্বাচনে আনারস প্রতীকের দুই প্রার্থীই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এরা হলেন- নানুপুরে নতুনমুখ নুরুন নবী রোশন এবং খিরামে সোহরাব হোসাইন সৌরভ। নানুপুর ইউপির নূরুন নবী রোশন (আনারস) প্রাপ্ত ভোট ৭ হাজার ১৫২। নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিউল আজম (মোটরসাইকেল) পেয়েছেন ৪ হাজার ৬৭২ ভোট। অন্যদিকে ২১নং খিরাম ইউনিয়নে দ্বিতীয়বারের মতো নির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভের (আনারস) প্রাপ্ত ভোট ২হাজার ৬৮৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ শহিদুল আলম (অটোরিকশা) পেয়েছেন ১ হাজার ৯৫৬ ভোট এবং মুহাম্মদ হাসান (ঘোড়া) পেয়েছেন ১হাজার ২২৬ ভোট। শনিবার নির্বাচন শেষে সন্ধ্যায় উপজেলা হল রুমে রিটার্নিং অফিসার অরুন উদয় ত্রিপুরা বেসরকারিভাবে উক্ত ফলাফল ঘোষণা করেন। এরপুর্বে সকাল ৮টা থেকে বিকাক ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটে ১০ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারের সমন্বয়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল প্রায় প্রতিটি কেন্দ্রে। বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা গেছে কোন কেন্দ্রেই তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।