বান্দরবানের লামা পৌর এলাকায় উপজেলা পরিষদ চত্বর থেকে লামা বাজার হয়ে গজালিয়া জীপ ষ্টেশন পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ বাজার এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে দখলকৃত ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ অভিযান চালিয়েছেন লামা পৌর সভার মেয়র মোঃ জহিরুল ইসলাম। সোমবার (১১ মার্চ) সকাল ১০টা থেকে অভিযান শুরু হয়। এ সময় লামা থানা পুলিশের টিম, পৌর কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, গণমাধ্যমকর্মী, কাউন্সিলর বৃন্দ,বাজার ব্যবসায়ী সমিতির নের্তৃবৃন্দ, পৌর নিরাপত্তাকর্মী অংশ নেন। অভিযানে সড়ক ও ফুটপাতে হকারদের বাঁশ, চৌকি, খাট, টেবিল, তেলপার জব্দ করে পৌরসভার গাড়িতে তোলা হয়। পৌর এলাকার সাধারণ মানুষ মেয়রের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন। তারা অভিযান অব্যাহত রাখার আহবান জানান। পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম জানান, লামা বাজারে জনগনের পথচলা নির্বিগ্ন করতেই আমাদের এই প্রচেষ্টা। সড়ক ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে। এসময় তিনি বলেন, বাজার ব্যবসায়ি পৌর এলাকার নাগরিকের সহযোগিতা অব্যাহত থাকলে সুন্দর ও নিরাপদ শহর গড়ে তোলা সম্ভব।