বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

জামালপুরে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসববে ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন

আবুল কাশেম জামালপুর :
  • আপডেট সময় সোমবার, ১১ মার্চ, ২০২৪

বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজ। জমজমাট যুক্তি ও পাল্টা যুক্তি দেখিয়ে রানার আপ হয়েছে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ। বিতর্কে সেরা বক্তা নির্বাচিত হয়েছে চ্যাম্পিয়ন দলের দলনেতা মোহাম্মদ ইরফান আহম্মেদ। রোববার (১০মার্চ) জামালপুর ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজ সেমিনার হলে দিনব্যাপি এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। বিতর্ক উৎসবে জেলার সরকারি-বেসরকারি স্বনামধন্য ৮টি স্কুলের বিতার্কিকরা অংশ নেয়। সকাল ১০টায় প্রতিযোগীতার উদ্বোধন করেন ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এস.আই.এম জাহানিয়ার পিএসসি, বিএন (অব.)। প্রধান অতিথি উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শীতেষ চন্দ্র সরকার। পুলিশ নারী কলাণ সমিতির (পুনাক) সভানেত্রী সানজিদা হক মৌ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল চন্দ্র সাহা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট ইউসুফ আলী, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহব্বত কবীর ও জেলা গোয়েন্দা (ডিবির) ওসি কাজী শাহনেওয়াজ, মডেল প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সমকালের দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি এমএ রাজ্জাক মিকা ও বকশীগঞ্জ প্রতিনিধি মাসুদ-আল-হাসান। বিতর্কে অংশ নেয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- জামালপুর জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজ, বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজ, শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ, বকশীগঞ্জ উলফাতুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হযরত শাহজামাল (রঃ) স্কুল এন্ড কলেজ , কোয়ার্ক পাবলিক স্কুল। সুহৃদ সমাবেশ জামালপুর জেলা কমিটির সভাপতি জাহিদুল আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সুহৃদ সমাবেশ জামালপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূর আলম খান সুজন। বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেন, সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আব্দুল হাই আল হাদী, কবি ও সাংবাদিক সায্যাদ আনসারী, ইসলামপুর সরকারি জেজেকেএম গার্লস স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক মোঃ সাজ্জাদ হুসেন। অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের অংশগ্রহণকারদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানটির সমন্বয়ক ছিলেন, সমকাল জামালপুর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু। অতিথিদের সঙ্গে বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসবে জামালপুরের চ্যাম্পিয়ন ও রানারআপ দল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com