রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন

রাষ্ট্রপতি পুলিশ পদক (পি.পি.এম) অর্জনে গলাচিপায় আইন শৃঙ্খলা সভায় ওসিকে অভিনন্দন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১১ মার্চ, ২০২৪

বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বময় সৈনিক, বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার এক সম্ভ্রান্ত পরিবারের কৃতি সন্তান ও বর্তমান গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদাউস আলম খান বাংলাদেশ পুলিশ সপ্তাহ/২৪ মহামান্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পি.পি.এম) অর্জন করায় গলাচিপা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও বিভিন্ন ব্যক্তিবর্গ গত ১০ মার্চ উপজেলা আইন শৃঙ্খলা সভায় ওসিকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রকাশ করেন উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা, সিনিয়র মৎস্য অফিসার মো. জহিরুন্নবী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন। সভা শেষে ওসির রাষ্ট্রপতি পদক অর্জনে প্রতিক্রীয়া জানতে চাইলে তিনি জানান যে, বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকুরী হওয়ার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় সততা ও নিষ্ঠার সাথে আইন শৃঙ্খলা কাজে নিরপেক্ষভাবে জনমানুষের সেবা করেছি। এছাড়া বাংলাদেশ সরকারের ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের বিধি নিষেধ মেনে সার্ভিস করে যাচ্ছি। দেশের নিরাপত্তা, জঙ্গি, সন্ত্রাস, মাদক সহ সকল অপরাধ মূলক কাজে জিরো ট্রলারেন্স নিয়ে তার দায়িত্ব কর্তব্য পালন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া তিনি মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইজিপি সহ জেলা পুলিশ সুপার এর প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। তিনি গলাচিপা থানাকে অপরাধ মুক্ত থানা হিসেবে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে দোয়া কামনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com