আওয়ামী লীগের সময় মানুষ স্বস্তিতে রোজা পালন করতে পারে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এবারের রমজান স্বস্তিদায়ক হবে না। গতকাল সোমবার দুপুরে রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাসের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, ভোটাধিকার গণতান্ত্রিক মৌলিক অধিকার ফিরিয়ে দিতে ১৭ বছর ধরে বিএনপি আন্দোলন করছে। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, মানুষের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করছে বিএনপি। তিনি বলেন, সরকার ভয়ে আছে, আতঙ্ক আছে ডামি নির্বাচন করেছে। তারা দাপ্তরিক যে কাজ করছে তা অবৈধ।
মির্জা আব্বাস বলেন, সরকার সমর্থিত কিছু পত্রিকা গত শনিবার বক্তব্যের খ-িত অংশ তুলে ধরেছে। আওয়ামী লীগ জনগণের কোনো দাবি না মানায় বিএনপি নির্বাচনে যায়নি বক্তব্যটা ছিল এমন। সাত জানুয়ারির নির্বাচনে মানুষ ভোট দিতে যায়নি। আগে থেকে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা করেছে। তিনি বলেন, দেশ বিপদের মধ্যে আছে। সরকার বলছে দেশ স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বাস্তবে তা নয়। এদেশের জনগণ যেন ভোট দিতে না পারে আগে থেকেই সরকার প্রক্রিয়া শুরু করেছে। জনগণ আওয়ামী লীগ সরকারকে প্রত্যাখ্যান করেছে। জাতি বন্দি অবস্থা দিন কাটাচ্ছে।