মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
দৃষ্টিনন্দন নতুন সড়কে বদলে যাবে ফরিদগঞ্জ চান্দ্রা-সেকদি-টুবগি এলাকার সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে দক্ষ জনশক্তি গঠনের আলোকে সেলাই প্রশিক্ষণ উদ্বোধন নগরকান্দা ও সালথায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন আজ রাউজানে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা রাঙ্গামাটিতে ইউপিডিএফ’র ডাকা আধাবেলা অবরোধ পালিত শেরপুরে কলেজ শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা সোনাগাজীতে স্কুল ভবন নির্মাণে বাধার অভিযোগে মানববন্ধন চট্টগ্রামে চুয়েটের সাথে তিনটি সংস্থার সমঝোতা স্মারক স্বাক্ষর ভোটার উপস্থিতি নিয়ে কমিশন ভাবছে না: ইসি আলমগীর বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

পটিয়া পৌরসভায় সাড়ে ৩৫ কোটি টাকার উন্নয়ন হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

তিন বছর পূর্তিতে মেয়র

চট্টগ্রামের পটিয়া পৌরসভার তিন বছর পূর্তি উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৬ষ্ঠ পরিষদের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে উন্নয়ন চিত্র, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে বক্তব্য পাঠ করেন-পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল। অনুষ্ঠানের শুরুতে খতমে কুরআন পাঠ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংস স্থায়ী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌরসভার মেয়র আইয়ুব বাবুল বলেন, গত তিন বছরে পটিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তা কার্পেটিং, আরসিসি দ্বারা উন্নয়ন, ড্রেন, কালভার্ট নিমার্ণ, পুকুর ঘাট, কবরস্থানের মাটি ভরাটসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে নিজস্ব তহবিল, এডিপি প্রকল্প, এমজেএসপি প্রকল্প, পিআইডিপি প্রকল্প, কোভিড-১৯ প্রকল্পসহ ৩৪ কোটি ২৩ লাখ ৭৩ হাজার ৭১৩ টাকার উন্নয়ন কাজ করা হয়। আগামীতে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা অধিগ্রহণ ও শিশু পার্ক নিমার্ণ, বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপন, যাত্রী ছাউনি নির্মাণ, ডিভাইডার স্থাপন, সৌন্দর্য বর্ধন ও লাইটিং দ্বারা আলোকিতকরণ, খাল খনন, রাস্তাঘাটের উন্নয়ন ও মহাশ্মশান নির্মাণ, মেয়র মেধা বৃত্তি চালু, পাঠাগার স্থাপন, মেয়র টুর্ণামেন্ট চালু ও স্টেডিয়াম নির্মাণ করার লক্ষ্য কাজ করা হবে। ইতোমধ্যে পৌরসভার অর্থায়নে আদালত পুকুর ও উপজেলা পুকুরে ওয়াকওয়ে, সৌন্দর্যবর্ধন ও আলোকিতকরন কাজ ৬ কোটি টাকা ব্যয়ে ও ২ নং ওয়ার্ডে ১৩ কোটি টাকা ব্যয়ে পুতি গবেষক মুন্সি আবদুল করিম সাহিত্য বিশারদ কমপ্লেক্স নির্মাণ কাজের কার্য্যাদেশ দেয়া হয়েছে। তিন বছর পুর্তি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, কাউন্সিলর শফিউল আলম, গিয়াস উদ্দিন আজাদ, জসিম উদ্দিন, মহিলা কাউন্সিলর বুলবুল আক্তার, ইয়াসমিন আক্তার চৌধুরী, পৌরসভার সচিব নেজামুল হক, সহকারী প্রকৌশলী খন্দকার মিজানুর রহমান, উপ সহকারী প্রকৌশলী শাহজাহান, বীরমুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাছির, ফজলুল হক আল্লাই, এম নাছির উদ্দিন, নুরুল ইসলাম, মফিজুর রহমান, মনজুর আলম, নজরুল ইসলাম ঝন্টু, এটিএম শাহজাহান, পটিয়া ক্রীড়া সংস্থার সদস্য শাহরিয়ার শাহজাহান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com