নজিবর রহমান সাহিত্য রত্ন ফাউন্ডেশন এর নিয়মিত মাসিক সভা ১৬ মার্চ ২০২৪ শনিবার বনানীতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশণের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মুহম্মদ আশরাফ জামান। সভায় বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশণের এর উপদেষ্ঠা বিশিষ্ট চিকিৎসক ডাঃ হাবিবুজ্জামান চৌধুরী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুহাম্মদ আব্দুল হান্নান। আলোচনায় অংশগ্রহণ করেন ইতিহাসবিদ, লেখক ও গবেষক মোহাম্মদ আশরাফল ইসলাম ও বাংলাদেশ ক্যালচারাল একাডেমির সভাপতি জনাব আবেদুর রহমান, ফাউন্ডেশণের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম হাসনাইন (নজিবর রহমানের নাতি), অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সুলতান মাহমুদ , প্রচার সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন সহ প্রমুখ।
সভাপতির ভাষণে অধ্যাপক মুহম্মদ আশরাফ জামান বলেন, অমর কথাসাহিত্যিক নজিবুর রহমান আমাদের ঐতিহ্য ও মুল্যবোধের ধারক-বাহক। তাঁর লেখায় ইসলামের মাহাত্ম্য, মুসলিম সমাজ চিত্র, মুসলিম সংস্কৃতি ও জীবনালেখ্য ফুটে উঠেছে। তাঁর লেখা ‘আনোয়ারা’ উপন্যাস এক সময় অবিভক্ত বাংলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বাঙালি মুসলিম লেখকদের মধ্যে নজিবর রহমান বাংলা উপন্যাস ও ছোটগল্পে পথিকৃতের ভুমিকা পালন করেন। বিশেষ অতিথি জনাব আব্দুল হান্নান বলেন, নজিবর রহমানের প্রদর্শিত পথ ধরেই বর্তমান প্রজন্মের লেখকদেরকে অগ্রসর হতে হবে। তিনি এক অসাধারণ প্রতিভাবান লেখক হিসেবে কালজয়ী অবদান রেখে গেছেন। অনুষ্ঠান শেষে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশ ও জনগণের সুখ-শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।