সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন

বরিশালে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক শিশুতোষ চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ

বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৮ মার্চ, ২০২৪

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) ও বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর যৌথ আয়োজন দ্বিতীয় বারের মত প্রদর্শনী করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক শিশুতোষ চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ”। বরিশাল জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনীতে নগরীর বিভিন্ন স্কুলের ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। সোমবার (১৮মার্চ) বেলা ১১ টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রদর্শনীর শুরু হয়ে দুপুর সাড়ে ১২ টায় শেষ হয়। এর আগে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির বিপিএম-সেবা, পিপিএম। প্রধান অতিথির বক্তেব্যে পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষৎ।তাই শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে হবে যাতে তাদের মধ্যে দেশ প্রেম সবসময় জাগ্রত থাকে। দেশের জন্য কাজ করতে করতে পারে দেশকে এগিয়ে নিতে অবদান রাখতে পারে। বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম.এ জি কবির ভুলু, কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক,বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সভাপতি নজরুল বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক মিথুন সাহা, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকারসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রদর্শনীতে অংশগ্রহন করা শিক্ষার্থীদের মাঝে মুহম্মদ জাফর ইকবালের লেখা মুক্তিযুদ্ধের ইতিহাস” নামক বইটি বিতরন করা হয়। পরে উপস্থিত সবাই শিক্ষার্থীদের সাথে দেড় ঘন্টাব্যাপী মুক্তিযুদ্ধ বিষয়ক শিশুতোষ চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ” উপভোগ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com